
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের তীরে আলতাফ গোলন্দাজ সেতু সংলগ্ন স্থানে গ্র্যান্ড মিটআপ শিরোনামে এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ সেশনের বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও জোনের এই আয়োজনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বন্ধুরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে বন্ধুরা কেক কাটা, মধ্যাহ্ন ভোজ, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও হাসি আনন্দে মেতে উঠেন।
সংগঠনের বন্ধু গফরগাঁও পৌর যুবলীগের আহ্বায়ক মাহমুদ হাসান সজিব বলেন, ‘এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ সেশনের এই বন্ধুত্বের বন্ধন অম্লান হয়ে থাকবে। আমাদের সংগঠনের বন্ধুরা বিভিন্ন শ্রেণী পেশায় সারাদেশে ছড়িয়ে আছেন। এরকম আয়োজন আমরা অন্যান্য এলাকাতেও করবো।’