
ময়মনসিংহের গফরগাঁওয়ে আগামী ৫জানুয়ারী অনুষ্ঠিতব্য ৫ম ধাপের ইউপি নিবার্চনে উপজেলার ১৫টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত ১২ ইউপি চেয়ারম্যান ও ৯জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত হতে যাচ্ছেন।
সোমবার (২১ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তার কাযার্লয় থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিতদের পৃথক ভাবে চিঠি প্রদান করা হয়েছে।
নিবার্চন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারী ৫ম ধাপে উপজেলার ১৫টি ইউনিয়নে নিবার্চন অনুষ্ঠিত হবে।
এর মধ্যে ১২টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া ইউপি চেয়ারম্যানরা হলেন,-বারবাড়িয়া ইউনিয়নে মো. আবুল কাশেম, চরআলগীতে মো. মাছুদুজ্জামান, সালটিয়ায় মো. নাজমুল হক ঢালী, যশরায় মো. তারিকুল ইসলাম রিয়েল, রাওনায় মো. শাহাবুল আলম, গফরগাঁওয়ে মো. শামসুল আলম, উস্থিতে মো. নজরুল ইসলাম, লংগাইরয়ে আব্দুল্লাহ আল আমিন, পাইথলে মো. আক্তারুজ্জামান, দত্তেরবাজারে রোকসানা বেগম, পাঁচবাগে মো. মাহবুবুল আলম এবং নিগুয়ারীতে মো. তাজুল ইসলাম মৃধা।
এ ছাড়া লংগাইর ইউনিয়নে পাঁচজন, পাইথলে একজন, মশাখালীতে একজন, টাঙ্গাবে একজন, রাওনায় একজন, যশরায় একজনসহ মোট ৯জন ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত হয়েছেন।
স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের দাবি উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের নেতৃত্বে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো ঐক্যবদ্ধ।প্রতিটি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে একাধিক দলীয় মনোনয়ন প্রত্যাশি ছিলেন। তফসিল ঘোষণার আগেই তিনি (সাংসদ) দলীয় মনোনয়ন প্রত্যাশিদের একমঞ্চে দাঁড়ানোর আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে প্রতি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিশেষ বর্ধিত সভা করে দলীয় মনোনয়ন প্রত্যাশিরা এক মঞ্চে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দেন ‘দল যাকে মনোনয়ন দেবে সবাই মিলে তাকে নির্বাচিত করবেন’।
উপজেলা যুবলীগের আহ্বায়ক এম সালাহ উদ্দিন পলাশ বলেন, ‘ প্রিয় নেতা সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল তাঁর ক্যারিশমাটিক নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে বিশ্বাস ও আস্থায় বেঁধে রেখেছেন। নিবার্চনকে ঘিরে যাতে দ্বন্দ্ব-বিভেদ তৈরি না হয় এবং মনোনয়ন প্রত্যাশিরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সে জন্যই তিনি সকলকে এক মাঞ্চে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেলেন।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল বলেন, তৃণমূলের প্রতিটি নেতাকর্মী সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের পরিচ্ছন্ন বলিষ্ঠ নেতৃত্বের প্রতি আস্থাশীল। এখানে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।’
উপজেলা নিবার্চন কর্মকর্তা শামছুন্নাহার ভূঁয়া বলেন, টাঙ্গাব, রসুলপুর ও মশাখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে এবং সকল ইউনিয়নে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নিবার্চন অনুষ্ঠিত হবে।