
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে প্রবীণদের অংশগ্রহণে টি-১০ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে গফরগাঁও মহিলা ডিগ্রী কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় লাল ও সবুজ দল অংশগ্রহণ করে।
টসে জয়লাভ করে নির্ধারিত দশ ওভারে লাল দল ৫৭ রান করতে সক্ষম হয়। পরে সবুজ দল দুই ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
খেলা উদ্বোধন করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন আহম্মেদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাইন্সিলার ফয়জুর রহমান জীবন, বাবুল হাসান, আমান উল্লাহ, আজিজুর রহমান, সংরক্ষিত কাউন্সিলার রত্না, পারভীন আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আওরঙ্গ হেলাল, গফরগাঁও সরকারি ডিগ্রী কলেজের সাবেক ভিপি মাহতাব উদ্দিন সাদেক, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম আপেল, পৌর যুবলীগ নেতা মফিদুল হক টিপু, কণ্ঠশিল্পী ফাতেমা আক্তারসহ গণ্যমান্য ব্যক্তিরা। এলাকার বিপুল সংখ্যক মানুষ এ খেলা উপভোগ করেন। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের পুরস্কৃত করেন অতিথিবৃন্দ।