
ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ইসলামিয়া সরকারি হাইস্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় পৌরসভা একাদশ উপজেলা একাদশ দলকে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে। পরে উভয় দলকে পুরস্কৃত করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. তাজুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ, ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম, প্রাক্তন খেলোয়ার মাহতাব উদ্দিন সাদেক, পৌর কাউন্সিলার ফয়জুর রহমান জীবন, মশিউর রহমান কিরণ, আমান উল্লাহ, আজিজুল, সংরক্ষিত কাউন্সিলার রত্না, পারভীন আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আওরঙ্গ হেলাল, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন আহম্মেদ, যুবলীগ নেতা মফিদুল ইসলাম টিপু প্রমুখ।