
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে আটক করেছে। গফরগাঁও উপজেলার পাগলা থানাধিন গয়েশপুর বাজার এলাকায় সোমবার রাতে এই অভিযান চালানো হয়।
মঙ্গলবার মাদক মামলায় তাদের ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের এসআই আজগর আলী সঙ্গীয় ফোর্সসহ গফরগাঁও উপজেলার পাগলা থানাধিন গয়েশপুর বাজারে অভিযান চালিয়ে ৩০০পিস ইয়াবা ট্যাবলেটসহ পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজারের বিমল ঘোষের ছেলে বিপুল ঘোষ (৩৩) ও কাওরাইদ মোড়লপাড়া এলাকার মৃত আহম্মদ মন্ডলের ছেলে মো. সুরুজ মিয়া(৫৫)কে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের কাযার্লয়ে নিয়ে যান।
মঙ্গলবার মাদক মামলায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।