
ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ মাদক মামলায় আদালত কর্তৃক ১০হাজার টাকা জরিমানা ও ছয় মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামিসহ পৃথক মামলার পরোয়ানাভুক্ত ছয় আসামিকে গ্রেফতার করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গফরগাঁও থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে পৌর শহরের জন্মেজয় এলাকার দুলাল মিয়ার ছেলে, মাদক মামলায় আদালত কর্তৃক ১০হাজার টাকা জরিমানা ও ছয় মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি হিরা মিয়া(৪৭)কে গ্রেফতার করে। একই রাতে বিদ্যুৎ মামলার পরোয়ানাভুক্ত আসামী উপজেলার কাঠালিডিঙ্গা গ্রামের মোস্তফা, মাইজহাটি গ্রামের আবু হোসেন, পাকাটি গ্রামের গিয়াস উদ্দিন, রৌহা গ্রামের সাইদুল ইসলাম ও নাজমুল হাসানকে গ্রেফতার করে পুলিশ।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, গ্রেফতারকৃতদের ময়মনসিংহ আদালতে