
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি’র ৮৩তম জন্মদিন উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও তিনশ এতিম মাদরাসা শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা ও পৌল যুবলীগের উদ্যোগে মধ্যবাজারস্থ দলীয় কাযার্লয়ে এই কর্মসূচির আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের পর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক এম সালাহ উদ্দিন পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আওরঙ্গ হেলাল, পৌর যুবলীগের আহ্বায়ক মাহমুদ হাসান সজিব, যুগ্ম আহ্বায়ক তাজমুন আহম্মেদসহ উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ। পরে প্রায় তিনশ’ এতিম মাদরাসা শিক্ষার্থীর মাঝে তবারক বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার যুব সমাজকে সংগঠিত করতে শেখ ফজলুল হক মণিকে যুবলীগ গঠনের নির্দেশ দিয়েছিলেন। শেখ ফজলুল হক মণি শুধু যুবলীগের প্রতিষ্ঠাতা ছিলেন না। তিনি একাধারে সাংবাদিক, ক্রীড়াবিদসহ বহু গুনের অধিকারী ছিলেন।