
ময়মনসিংহের গফরগাঁওয়ে লাইসেন্স না থাকায় দুটি ‘স’ মিলকে নয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ ডিসেম্বর) বিকেলে থানা পুলিশের সহযোগিতায় উপজেলার ষোলহাসিয়া জিরানির মোড় ও বখুরা এলাকার দু’টি ‘স’ মিলে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. তাজুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের বন কর্মকর্তা মো. আবু তাহের।
ইউএনও মো. তাজুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন প্রান্তে অবস্থিত স’মিলগুলো বছরের পর বছর ব্যবসা করলেও একটিরও লাইসেন্স নেই।ফলে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। করাত কল আইন অনুযায়ী আজ দুটি ‘স’ মিলকে জরিমানা করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।