
ময়মনসিংহের ত্রিশালে যুবলীগের উপজেলা শাখার সহসভাপতি শফিকুল ইসলাম সরদার ও বইলর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আক্তারুজ্জামান জামানকে সংগঠনের শৃংখলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে বহিস্কার করা হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার ও সাধারন সম্পাদক গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানানো হয়, ত্রিশাল উপজেলা যুবলীগের সহসভাপতি শফিকুল ইসলাম সরদার বইলর ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক ফারুক আহমেদকে নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহজাহান কবীরের কার্যালয়ে শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনা তদন্তে প্রমানিত ও নিজেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও নিজের বায়োডাটায় উপজেলা যুবলীগের আহবায়ক পরিচয় দেওয়ায় ও বইলর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আক্তারুজ্জামান জামান দলীয় নির্দেশনা অমান্য করে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহন করায় দল থেকে সাময়িকভাবে অব্যহতি প্রদান করা হয়েছে।
একই সাথে স্থায়ীভাবে বহিস্কারের জন্য জেলা সভাপতি কাছে চিঠি প্রেরণ করা হয়।
এ ব্যাপারে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা জানান, দলীয় শৃংখলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে যুবলীগের এ দুই নেতাকে বহিস্কার করা হয়।