
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে সংগঠনকে গতিশীল ও ঐক্যবদ্ধ করতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পৌর যুবলীগের উদ্যোগে শহরের লঞ্চঘাটা বধ্যভূমি এলাকায় এই সমাবেশের আয়োজন করা হয়।
পৌর যুবলীগের আহ্বায়ক মাহমুদ হাসান সজিবের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক তাজমুন আহম্মেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক এম সালাহ উদ্দিন পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আওরঙ্গ হেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সানিল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল।
সমাবেশে ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, সংগঠনকে গতিশীল করতে ঐক্যের কোন বিকল্প নেই। তৃণমূল নেতাকর্মীরাই আওয়ামী রাজনীতির মূল শক্তি, মুজিব আদর্শের ভ্যানগার্ড।
তবে সংগঠনকে গতিশীল করার সুযোগে জামায়াত-বিএনপির অনুসারী প্রবেশ করে পদ-পদবী বাগিয়ে নিতে না পারে এবং ঐক্য বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।