
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে এক হাজার ২৭৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ শুরু হয়েছে। রবি ২০২১-২২ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক/কৃষানীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শুরু করা হয়।
সোমবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে উপকরণ বিতরণ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গোলাম ছামদানী জানান, গম ফসলের জন্য ২০০ জন কৃষক জনপ্রতি ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। ভুট্টা ফসলের জন্য ২০০ জন কৃষক জনপ্রতি ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। সরিষা ফসলের জন্য ৬০০ জন কৃষক ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।
এছাড়া সূর্যমুখী চাষের জন্য ১০ জন কৃষক জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। পেঁয়াজের জন্য ৩৫ জন কৃষক জনপ্রতি ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি এবং মুগ ও মসুরের জন্য ২৩০ জন কৃষক জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার পাবেন। মোট এক হাজার ২৭৫ জন কৃষক/ কৃষানীর মাঝে বীজ ও সার বিনামুল্যে বিতরণ করা শুরু হয়েছে।