
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রী উদযাপনে প্রস্তুতিমূলক সভায় একাত্তরে মুক্তিযুদ্ধকালে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিরোধী রাজাকারদের তালিকা প্রণয়নের দাবি উঠেছে।
উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. তাজুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়, বীর মুক্তিযোদ্ধা মফিজ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা সলিম উল্লাহ মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ, পাগলা থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
সভায় ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রী উৎসব যথাযোগ্য মযার্দায় উদযাপনে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে মুক্তিযুদ্ধকালে গফরগাঁও সরকারি কলেজের শহীদ শিক্ষার্থীদের নাম ফলক স্থাপন, শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ঠিকানাসহ তালিকা প্রণয়ন ও স্বাধীনতা বিরোধী স্থানীয় রাজাকার-আল বদরদের তালিকা প্রণয়নের দাবি জানানো হয়।