
ময়মনসিংহের গফরগাঁওয়ে ডিস ব্যবসার দ্বন্দ্বের জের ধরে জাহিদুল হাসান শান্ত(৩৫) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। উপজেলার মহির খারুয়া বাজারে শুক্রবার রাত পৌনে ১০টায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ শনিবার আহতের স্ত্রী বাদী হয়ে গফরগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, উপজেলার মহির খারুয়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে ও স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহিদ হাসান শান্ত’র সাথে একই গ্রামের শামছুল হকের ছেলে ইমরান কায়সারের কেবল নেটওয়ার্ক ও ডিস ব্যবসার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।
এর জের ধরে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে জাহিদ হাসান শান্ত মহির খারুয়া বাজারে জনৈক সিয়ামের মনোহারী দোকানে পণ্য সামগ্রী ক্রয় করার সময় ইমরান কায়সার আক্রমণ করে ধারালো দা কুপিয়ে আহত করে। এতে শান্তর হাত ও মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় শান্তর স্ত্রী শাহনাজ পারভীন গফরগাঁও থানায় লিখিত অভিযোগ করেছেন।
শাহনাজ পারভীন বলেন,’কায়সার আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করেছে। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, অভিযোগটি আমলে নিয়ে হামলাকারীকে ধরার জন্য অভিযান চলছে।