গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মাসুদ মিয়া (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
বুধবার (১০ মার্চ) মাদক মামলায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের মাদক উদ্ধার অভিযানের অংশ হিসাবে এসআই দেবাশীষ সাহা সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের শিলাসী এলাকা থেকে আলাল উদ্দিনের ছেলে মাদক কারবারি মাসুদ মিয়াকে ১০০ পিস ইয়াবাসহ আটক করেন।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, জেলার বিভিন্ন থানা এলাকায় আমাদের নিয়মিত মাদক উদ্ধার অভিযানের অংশ হিসাবে ১০০ পিস ইয়াবাসহ মাসুদ মিয়াকে আটক করে মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চারিদিক/এম