যশোর অফিস : কন্যা সন্তানের জন্ম দিয়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে নিহত নৌকার কর্মী খালেদুর রহমান টিটোর স্ত্রী রুশনারা বেগম।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় যশোর শহরের একটি বেসরকারি ক্লিনিকে ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেন তিনি।
টিটোর ভাই উপজেলার বেতালপাড়া গ্রামের মনিরুজ্জামান জানান, রোববার গভীর রাতে রুশনারার প্রসব যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন রুশনারাকে যশোরের কিংস মেডিকেল সার্ভিসেস হাসপাতালে ভর্তি করে। পরদিন বেলা ১২টায় কন্যা সন্তান জন্ম দেন তিনি। এটি নিহত টিটোর দ্বিতীয় সন্তান। তার রিফাত (৭) নামের একটি ছেলে সন্তানও রয়েছে।
চারিদিক/এম