যশোর অফিস : যশোরে র্যাবের অভিযানে বিপুল পরিমান চোলাই মদসহ বেল্লাল পাটোয়ারী (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে৷ রোববার (৭ ফেব্রুয়ারি) রাতে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজার এলাকা থেকে ১৫০ লিটার চোলাই মদসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়৷
বেল্লাল পাটোয়ারী উপজেলার গোয়াখোলা এলাকার মৃত কালু পাটোয়ারীর ছেলে।
র্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. এম সারোয়ার হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন৷
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গ্রেফতার মাদক কারবারিকে অভয়নগর থানায় হস্তান্তর করে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ২৪ (গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
চারিদিক/এম