মাঘের প্রচন্ড শীত আর কুয়াশা উপেক্ষা করেই বীজতলা তৈরি, মাঠ প্রস্তুত ও বোরো চারা রোপণে ব্যস্ত সময় পার করেছেন যশোরের কৃষকরা। গভীর নলকূপের মাধ্যমে সেচ দিয়ে রোপণের কাজ চলছে। কোনও জমিতে চলছে চাষ, বীজতলা থেকে তোলা হচ্ছে বীজ, চলছে রোপণ। তবে নাবিতে (দেরি) রোপণ হওয়ায় ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। কৃষকের ব্যস্ততার এমন সব চিত্র ক্যামেরাবন্দী করেছেন নাজমুস সাকিব আকাশ।




চারিদিক/সিডি