ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার থেকে ২০৩ বোতল ফেনসিডিলসহ আল তানভীর রোহান (২০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব। রোববার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে তাকে আটক করা হয়।
আল তানভীর রোহান সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শিবপুর এলাকার রবিউল ইসলামের ছেলে।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব-৬ এর একটি দল কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মোসলেম’র খাবার হোটেলের সামনে পাঁকা রাস্তার পাশ থেকে উক্ত মাদক কারবারীকে ২০৩ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
চারিদিক/এম