অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ যশোরের অভয়নগর উপজেলা শাখার কমিটি অনুমোদন করা হয়েছে। রোববার (১৭জানুয়ারি) রাতে মুক্তিযুদ্ধ মঞ্চ যশোর জেলা শাখার সভাপতি মো. মাহাবুবুল আলম বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক মো. আহসানুল করিম রহমান স্বাক্ষরিত অভয়নগর উপজেলা শাখার এ কমিটিতে ১৭জনকে অন্তর্ভূক্ত করা হয়েছে।
অনুমোদিত কমিটির সভাপতি সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ-সভাপতি অভিক হালদার ও সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মিলন কুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক তারিম আহমেদ ইমন, মো. আলাউদ্দিন শেখ ও মো. রাসেল শেখ, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন শেখ, মো. রাসেল সরদার ও ইসমাইল হোসেন নাঈম, দপ্তর সম্পাদক রাজিব পাল, প্রচার সম্পাদক সুদিপ্ত অধিকারী, অর্থ সম্পাদক অভিজিৎ সাহা দ্বীপ, সদস্য পদে আবু হানিফ, রিপন সাহা, আসিফুল ইসলাম আসিফ ও মুন্না শেখ।
নবনির্বাচিত কমিটির সভাপতি সৈয়দ জাহিদ মাসুদ তাজ জানান, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই হবে আমাদের অঙ্গীকার।