অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
যশোরের অভয়নগরে খাবার গরম করার সময় গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে আগুনে দগ্ধ হয়েছেন লিপি খানম (৩৮) নামে এক কলেজ শিক্ষিকা। লিপি বসুন্দিয়া সিঙ্গিয়া কলেজের প্রভাষক ও নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রেজানুর রহমান পুটুর স্ত্রী।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর ৩ টার দিকে উপজেলার গুয়াখোলা গ্রামে নওয়াপাড়া ইনস্টিটিউট সংলগ্ন নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
পরিবার লোকজন জানায়, এদিন দুপুর আনুমানিক ৩ টার সময় লিপি খানম মাংস গরম করতে রান্না ঘরে যান। এর কিছু সময পর আগুন আগুন চিৎকারে পরিবারের সদস্যরা রান্না ঘরে গিয়ে দেখেন লিপির শরীরে থাকা কাপড় ও সিলিন্ডারের পাইপে আগুন জ্বলছে।
সেখান থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে নেয়া হয়। আগুনে লিপি খানমের মুখম-ল ও শরীরের সামনের অংশ ঝলসে গেছে। পরিবারের দাবি গ্যাস সিলি-ারের পাইপ লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।