গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা ও পৌল যুব মহিলালীগের উদ্যোগে ভাস্কর্য বিরোধী, ধর্মীয় উম্মাদনা সৃষ্টিকারী, জঙ্গিবাদ, মৌলবাদ ও উগ্র সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে কলেজ রোডস্থ স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা ও পৌর যুব মহিলা লীগের নেতা-কর্মী অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক আরিফা আক্তার, যুগ্ম আহ্বায়ক রেহেনুমা তারান্নুম দিতি, পৌর যুব মহিলালীগের আহ্বায়ক মর্জিনা আক্তার, পারভীন আক্তার প্রমুখ।
বক্তরা দেশব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে অপপ্রচার চালানো ও ধর্মীয় উম্মাদনা সৃষ্টিকারী উগ্র সাম্প্রদায়িক অপ-শক্তির বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও ঘৃনা প্রকাশ করেন।